ভূমিকা

পুজো পারফেক্ট বাঙালির শ্রেষ্ঠ উৎসবের পারফেক্ট উদযাপন। আধুনিকতার হাতে হাত রেখেই পুজোর নান্দনিকতা উদযাপনের এই উদ্যোগ এতদিনে হয়েছে SangbadPratidin.in পুজো পারফেক্ট। বিগত আড়াই দশক ধরে কলকাতার বারোয়ারি দুর্গাপুজোর শিল্পিত উপস্থাপনায় শান দিয়ে এসেছে 'পুজো পারফেক্ট'। সেই ঐতিহ্য বজায় রেখেই বাঙালির পুজো ও শিল্পভাবনার আত্মিক মেলবন্ধনের সর্বাঙ্গীণ সেলিব্রেশনে আজও অগ্রণী এই উদ্যোগ। প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে সামগ্রিক রুচিশীলতা ও সৌন্দর্যের নিরিখে বাঙালির পুজো যাতে পারফেক্ট হয়ে ওঠে- এবারও নজর থাকল সেদিকেই। জারি রইল সেরার সন্ধান।


সবার পুজো পারফেক্ট হয়ে উঠুক সকল বাঙালির সম্মিলিত প্রয়াসে।

নিয়মাবলি

  • এই প্রতিযোগিতা কেবলমাত্র কলকাতা, সল্টলেক এবং নিউ টাউনের পুজোগুলির মধ্যেই সীমাবদ্ধ।
  • অংশগ্রহণকারী পুজো কমিটিকে অবশ্যই পুজো পারফেক্ট নির্ধারিত ভৌগোলিক পরিধির আওতাভুক্ত হতে হবে। অবস্থানগত কারণে সংবাদ প্রতিদিন ডিজিটাল যে কোনও পুজোকে এই প্রতিযোগিতা থেকে বাইরে রাখতে পারে, সেক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
  • প্রতিমাশৈলী, মণ্ডপ-ভাবনা, আলোকসজ্জা ও সামগ্রিক রুচিশীলতার ভিত্তিতেই হবে বিজয়ী নির্বাচন।
  • সর্বাঙ্গসুন্দর পুজোকেই বেছে নেবেন বিচারকরা। এক্ষেত্রে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
  • প্রতিযোগিতার উদ্যোক্তা, প্রতিনিধি ও বিচারকমণ্ডলী যে-কোনও সময় মণ্ডপ পরিদর্শনে যেতে পারেন। তাঁদের সঙ্গে সহযোগিতা কাম্য।
  • পুজোর আয়োজন করতে হবে পুলিশ, দমকল, বিদ্যুৎ দপ্তরের সমস্ত নিয়ম মেনে।
  • আবেদনপত্রের নিচে থাকা চেক বক্সে (Check Box) ক্লিক করার অর্থ প্রতিযোগিতার শর্তাবলির সঙ্গে পুজো কমিটি সহমত পোষণ করছে।
  • আবেদনপত্রটি কেবলমাত্র ইংরেজি ভাষাতেই পূরণ করতে হবে।
  • পুজো পারফেক্ট ২০২৫-এ যোগদানের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, ২০২৫।
  • পুরস্কার মূল্য

    সেরা পুজো (৫টি)

    ৫০,০০০/- (প্রতিটি)

    সেরা প্রতিমা

    ২৫,০০০/-

    সেরা আইডিয়ার পুজো

    ২৫,০০০/-

    পারফেক্ট পুজো স্টোরিজ

    ×