
পুজো পারফেক্ট বাঙালির শ্রেষ্ঠ উৎসবের পারফেক্ট উদযাপন। আধুনিকতার হাতে হাত রেখেই পুজোর নান্দনিকতা উদযাপনের এই উদ্যোগ এতদিনে হয়েছে SangbadPratidin.in পুজো পারফেক্ট। বিগত আড়াই দশক ধরে কলকাতার বারোয়ারি দুর্গাপুজোর শিল্পিত উপস্থাপনায় শান দিয়ে এসেছে 'পুজো পারফেক্ট'। সেই ঐতিহ্য বজায় রেখেই বাঙালির পুজো ও শিল্পভাবনার আত্মিক মেলবন্ধনের সর্বাঙ্গীণ সেলিব্রেশনে আজও অগ্রণী এই উদ্যোগ। প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে সামগ্রিক রুচিশীলতা ও সৌন্দর্যের নিরিখে বাঙালির পুজো যাতে পারফেক্ট হয়ে ওঠে- এবারও নজর থাকল সেদিকেই। জারি রইল সেরার সন্ধান।
সবার পুজো পারফেক্ট হয়ে উঠুক সকল বাঙালির সম্মিলিত প্রয়াসে।
সেরা পুজো (৫টি)
সেরা প্রতিমা
সেরা আইডিয়ার পুজো
Copyright © 2025 Sangbad Pratidin Digital Private Limited All rights reserved